শিবচর হাসপাতালে করোনা টেস্টে লাগবে জাতীয় পরিচয়পত্র

শিবচর বার্তা ডেক্স :
শিবচর হাসপাতালে করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা দিতে নমুনা প্রদানকারীর জাতীয় পরিচয়পত্র লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। ১৯ জুন শুক্রবার থেকে নমুনা দিতে আসা ব্যাক্তিদের জাতীয় পরিচয়পত্র সাথে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও জ্বর, ঠান্ডা, কাশি ছাড়া কারো করোনা টেস্ট নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, এখন থেকে করোনা টেস্টের জন্য নমুনা দিতে হলে নমুনা প্রদানকারীকে তার জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। এছাড়া জ্বর, ঠান্ডা ও কাশি ছাড়া কোন ব্যাক্তি নমুনা প্রদান করতে পারবে না।