শিবচরে ৫ দোকানে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের

শিবচর বার্তা ডেক্স :
অধিক মূল্যে পন্য বিক্রি ও মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় মাদারীপুরের শিবচরে ৫ দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
জানা যায়, মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নের্তৃত্বে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অধিক মূল্যে পন্য বিক্রি ও মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় গ্যাসের দোকান আল আমিন এন্টার প্রাইজকে ২ হাজার টাকা, মুদি দোকান ঈশান এন্টার প্রাইজকে ২ হাজার টাকা, ভর্তা ভাত হোটেলকে ২ হাজার টাকা, সবজির দোকান দয়াল স্টোরকে ৫ শ টাকা ও ৪৫ ধারায় সবজির দোকান বেপারী স্টোরকে ৫ শ টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।