কমল রায় :
শিবচরে দোকান খোলার চেষ্টা করায় ৬ ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। লকডাউন বাস্তবায়নে শনিবার থেকে উপজেলার বাজারগুলোতে র্যাব নামানো হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, করোনা সংক্রমন এড়াতে ২১ মে থেকে উপজেলার নিত্য প্রয়োজনীয় দোকান বাদে সকল দোকান বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকানের অর্ধ সাটার খুলে কৌশলে মালামাল বিক্রির চেষ্টা করছিল কিছু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর নের্তৃত্বে পৌর বাজারের গার্মেন্টসসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে দোকান খোলার চেষ্টা করার অপরাধে ৬ দোকানীকে আটক করে দোকানের চাবি নিয়ে যায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, শিবচরে প্রথম দফা লকডাউন শক্তভাবে বাস্তবায়ন করায় এখন রোগীর সংখ্যা শুণ্যে নেমে এসেছে। দ্বিতীয় দফা লকডাউন বাস্তবায়নে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন। কোন অবস্থাতেই লকডাউন অমান্য করতে দেয়া হবে না। আগামীকাল থেকে র্যাবও মাঠে থাকবে।