শিবচরে নিত্য প্রয়োজনীয় বাদে সকল দোকান ২৩ মে থেকে বন্ধ, বিপনী বিতান খোলা ১০- ৪ টা

রিফাত ইসলাম ও কমল রায় :
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে শিবচরে নিত্য প্রয়োজনীয় দোকান বাদে সকল দোকান আগামী ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২৩ মে পর্যন্ত বিপনী বিতানসহ অন্যান্য দোকান বেলা ১১ টার পরিবর্তে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন ও বনিক সমিতির নেতৃবৃন্দ। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
সংশ্ষ্টি সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারনে দেশের প্রথম কনটেইনমেন্ট ও লকডাউন ঘোষনাকৃত শিবচরে গত ১৯ মার্চ থেকে নিত্য প্রয়োজনীয় দোকান বাদে সকল দোকান বন্ধ ঘোষনা করে প্রশাসন। সংক্রমন হ্রাস পাওয়ায় সম্প্রতি বাজারগুলোর নিত্যপ্রয়োজনীয় দোকান ৭ টা থেকে ১১ টা ও জামা কাপড়সহ অন্যান্য দোকান ১১ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বনিক সমিতি জরুরী সভা করেন। সভার সিদ্ধান্ত মোতাবেক শনিবার থেকে আগামী ২৩ মে পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ৭ টা থেকে ১১ টা ও বিপনী বিতানসহ অন্যান্য দোকান সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। আর ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত শুধু মাত্র নিত্য প্রয়োনীয় দোকান বাদে সকল দোকান বন্ধ থাকবে। পবরর্তীতে সরকার যে সিদ্ধান্ত গ্রহন করবে তা বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে কোন দোকান চালু রাখলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।