যথাযোগ্য মর্যাদায় শিবচরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

মোঃ আবু জাফরঃ
নানা আয়োজনে শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ স্মৃতিচারণ, আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে শিবচর শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন,পৌরসভা, বিভিন্ন দপ্তর ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতার স্মৃতিচারন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা। কর্মসূচীগুলোতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তার ,সহকারী কমিশনার (ভূমি)মোঃ রিয়াজুর রহমান, ওসি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।