কমল রায় :
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে কাঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটের বন্ধ থাকা লঞ্চ-স্পীডবোট শ্রমিকদের মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়েছে। এনিয়ে চীফ হুইপের পক্ষ থেকে শিবচরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ৭০ হাজার প্যাকেট খাবার সহায়তা প্রদান করা হলো।
জানা যায়, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে সোমবার সকালে কাঠালবাড়ি ঘাটে এ নৌরুটের আড়াই শতাধিক লঞ্চ-স্পীডবোট শ্রমিকদের মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়। খাবার তালিকায় চাল,ডাল, তেল,আলুসহ বিভিন্ন সামগ্রী ছিল। এসময় উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পাঁচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদার, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান মহসেনউদ্দিন সোহেল বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, অব্যাহতভাবে বিভিন্ন শ্রেনী পেশার সকলকে খাবার সহায়তা দেয়া হচ্ছে। আমাদের দলীয় নেতৃবৃন্দও বিপুল পরিমান খাবার সহায়তা বিতরন অব্যাহত রেখেছেন। মানুষের খাবারের কোন কষ্ট হবে না। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে।