চীফ হুইপ লিটন চৌধুরীর নির্দেশনায় শিবচরে লকডাউন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হয়ে মাঠে যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ

শিবচর বার্তা ডেক্স :
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশনা অনুসারে শিবচরে রেড ,ইয়োলো ও গ্রীন জোনে লকডাউন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হয়ে মাঠে নেমেছে যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। প্রশাসন ও পুলিশের অনেক সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তাদের তৎপরতা সীমিত হয়ে পড়ায় এ উদ্যোগে লকডাউন বাস্তবায়নে অভাবনীয় সাফল্য এসেছে শিবচরে। স্বাস্থ্য বিধি বাস্তবায়ন, সুরক্ষা সরঞ্জাম ব্যবহারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে এসকল স্বেচ্ছাসেবীদের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের কারনে দেশের প্রথম লকডাউনকৃত শিবচরে চীফ হুইপের নির্দেশনা অনুসারে আইনশৃঙ্খলা বাহিনী,প্রশাসন ,জনপ্রতিনিধি,আওয়ামীলীগ নেতৃবৃন্দদের তৎপরতা শুরু থেকেই কার্যকর ভূমিকা পালন করছে।
সরেজমিনে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ১৭ জুন থেকে শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিন, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর ইউনিয়নে রেডজানের আওতায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। এছাড়াও ইয়োলো জোনে ৪ ইউনিয়ন ও গ্রীন জোনে ৭ ইউনিয়নেও সময়সীমা নির্ধারন করে দেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের ৮ জনসহ পুলিশের ১১ সদস্য হোম আইসোলেশনে রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রশাসনিক কর্মকর্তা ১৮ পুলিশ সদস্যসহ অনেকেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ফলে ২য় দফা লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও পুলিশকে বেগ পেতে হচ্ছিল। সংক্রমন প্রতিরোধে ২য় দফা লকডাউন বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে রেড,ইয়োলো ও গ্রীন জোন আওতাধীন এলাকায় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী নির্দেশনায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দদের স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নামায়। নির্দিষ্ট স্বেচ্ছাসেবীরা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে কাজ করছে। প্রতিটি ইউনিয়নে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ১২ সদস্যের স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন স্বাস্থ্য বিধি অনুসরন, সুরক্ষা সরঞ্জাম পরিধান,শারীরিক দূরত্ব বজায়সহ প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করছেন।
বিভিন্ন বাজার ঘুরে পৌর বাজারের ব্যবসায়ী ইমরান আহমেদ, পাচ্চরের ব্যবসায়ী কমল কুন্ডু, চান্দেরচর বাজারের ব্যবসায়ী জাফর মিয়া জানান, যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারা ব্যাচ পড়ে নির্ধারিত সময়ে বাজারে এসে স্বাস্থ্যবিধি অনুসরন করতে উদ্বুদ্ধ করছে। মাস্ক, শারীরিক দূরত্ব মানাতে ভূমিকা রাখছে। আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষয়টি তদারকি করছেন।
সহকারী কমিশনার(ভূমি)এম রকিবুল হাসান বলেন, অনেক কর্মকর্তা পুলিশ এখন আক্রান্ত তাই স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীল ভূমিকা লকডাউন বাস্তবায়নে অভাবনীয় ভূমিকা রাখছে।
সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পুলিশ নিজেরাই এখন করোনায় আক্রান্ত । তাই আমাদের শিডিউল করে কাজ করতে হচ্ছে। লকডাউন,স্বাস্থ্য বিধি, সুরক্ষা সরঞ্জাম,শারীরিক দূরত্ব বজায় রাখতে স্বেচ্ছাসেবীদের তৎপরতা সবকিছু নিয়ন্ত্রনে খুব ভাল ভূমিকা নিচ্ছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম বলেন, প্রতিটি এলাকায় যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ে ১২ সদস্যের স্বেচ্ছাসেবী কমিটি করেছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ লতিফ মোল্লা বলেন, এই মহামারির সংক্রমন রোধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি ।
পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বলেন, যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের স্বেচ্ছাসেবকরা প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছে।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী বলেন, চীফ হুইপের নির্দেশনা মেনে চলায় ও ঘরে ঘরে শিশু খাদ্যসহ খাবার সহায়তা পৌছে দেয়ায় সংক্রমন নিয়ন্ত্রনে রয়েছে। প্রশাসন ও জনপ্রতিধিদের সাথে সাথে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা স্বেচ্ছাসেবী হয়ে কাজ করায় ব্যাপক সুফল মিলেছে।
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী মুঠোফোনে বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে জোন ভিত্তিক লকডাউন অনুসারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিম্ন বিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে চাল খাবার সহায়তা , শিশু খাদ্য বিতরন অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে যুবলীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা কাজ করছে।