শিবচর বার্তা ডেক্স :
শিবচর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, এক ব্যাংকার, এক ইউপি সচিব, ওষুধের দোকানের কর্মচারীসহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে পৌরসভায় ২ জন,উমেদপুরে ২ জন,দ্বিতীয়খন্ডে ১জন,নিলখীতে ১ জন, ভদ্রাসনে ১ জন, কাদিরপুর ১ ও বহেরাতলায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। এনিয়ে শিবচরে ১শ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে শনিবার ৩২ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এই নমুনাগুলো ১৭ জুন ও ২০ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল । আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার সিকদার, একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, শিবচর ইউনিয়নের সচিব, পৌরসভার এক ওষুধের দোকানের কর্মচারী রয়েছে। এছাড়াও পৌরসভায় ২ জন,উমেদপুরে ২ জন,দ্বিতীয়খন্ডে ১জন,নিলখীতে ১ জন, ভদ্রাসনে ১ জন, কাদিরপুর ১ ও বহেরাতলায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ১শ৮ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে( এর মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যায় ,গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়)।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার সিকদার মুঠোফোনে বলেন, আমার গলা ব্যাথা অনুভুত হলে আমি নমুনা দিয়েছিলাম। আমি এখন শারীরিকভাবে সুস্থ রয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, ২ দিনের রিপোর্ট অনুসারে ১২ জন আক্রান্ত হয়েছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকতে হবে।