মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার : মাদারীপুরে জমিসহ ঘর পেলো ২২ পরিবার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ২২ পরিবার। তৃতীয় পর্যায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১১টা সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুর হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ,এম মাহবুব হোসেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদুল মেরাজ প্রমূখ। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান বলেন, ‘আমরা নিজেদের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ করেছি। আমাদের আরো পরিকল্পনা আছে আশ্রয়ন প্রকল্পে সুবিধাভোগী পরিবারগুলোকে সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সেলাই, পার্লার, মোমবাতি তৈরীসহ কারিগরি প্রশিক্ষন দিয়ে কর্মমূখী করে তোলা হবে। পাশাপাশি ক্ষুদ্র লোন দিয়ে আশ্রায়নবাসিদের স্বাবলম্বী করার প্রয়াস রয়েছে।”
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে আশ্রায়নবাসীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সব রকম ব্যবস্থা নেয়া হবে।’