মাদারীপুরে সেনাবাহিনীর ‘সম্প্রীতির বাজার’

মাদারীপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে মাদারীপুরে গরীব, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রীর “সম্প্রীতির বাজার” চালু করে বাংলাদেশ সেনাবাহিনী। রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট ইনিস্টিটিউশন মাঠে বুধবার সকালে এ বাজার থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে হিজড়া, বেদে সম্প্রদায়, মালীসহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় দু:স্থ পরিবার।
জানা গেছে, রাজৈর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর ৯ ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেড এর অধীনে ৬০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, শুকনো খাবার ও বিভিন্ন প্রকার সবজি দেয়া হয়। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে পটল, মিষ্টি কুমড়া এবং লাউ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল আলম খান, মাদারীপুর জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহান নাসরিন, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ।