মাদারীপুরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দীসহ অবৈধ জাল অপসারণে কম্বিং অপারেশন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দীসহ অন্যান্য অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২১ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস অধিদপ্তরের সহযোগিতায় বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মৎস সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত জানান। জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: খায়রুল আলম সুমন, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, জেলা তথ্য অফিসার মো রিয়াদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, জেলায় তালিকাভুক্ত প্রায় ৪ হাজার জেলে রয়েছে। এছাড়া তালিকার বাইরে যে সকল জেলে রয়েছে তাদেরও তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন ঝাটকা ইলিশসহ সকল পোনা মাছ নিধন আইনত দন্ডনীয় অপরাধ। সবাইকে এ ব্যাপারে অবহিত করতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কাজ করতে হবে। আমরা জেলেদের কথা চিন্তা করে পদ্মা নদীতে ভ্রমণ তরী দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। কাউকে পোনা মাছ ধরতে দেওয়া হবে না। অবৈধ জাল যেখান থেকে আসে তাদেরকেও প্রতিহত করতে আমরা কাজ করছি।