মাদারীপুরে মানবপাচার ৫ মামলার আলোচিত আসামী জুলহাস গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
লিবিয়ায় মানব পাচার ও হত্যার ঘটনায় মাদারীপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ৫ মামলার আলোচিত প্রধান আসামী জুলহাস সরদারকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মানব পাচার মামলার আসামী জুলহাস সরদার এতোদিন করোনা ভাইরাসের নমুনা দিয়ে মাদারীপুর সদর হাসপাতাল আইসোলেশনে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে ২বার প্রেরিত নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। জুলহাস সরদার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাত ৯টায় লিবিয়ার মিজদাহ এলাকায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যা করে মানব পাচারকারীরা। এর মধ্যে ১২ জনের বাড়ি মাদারীপুরে। এ ঘটনায় লিবিয়ায় নিহত রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বাদি হয়ে গত মঙ্গলবার জুলহাস সরদারসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এদিকে একই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের লিবিয়ায় নিহত জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ ৪ জনের নামে মানব পাচার আইনে একটি মামলা করেছে রাজৈর থানায়। এছাড়াও রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের নিহত রহিম খালাসীর ভাই আবুল খায়ের খালাসী বাদী হয়ে রাজৈর থানায় আরো একটি মামলা দায়ের করেছে। এই মামলা জুলহাস সরদারসহ ৭ জনকে আসামী করা হয়েছে।
অন্যদিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের মো. শামীম হাওলাদারের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এই মামলার প্রধান আসামী করা হয়েছে দালাল নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগমকে। দালাল নজরুল মোল্লা বর্তমানে লিবিয়াতে রয়েছেন। ওই রাতেই মামলার প্রধান আসামী দিনা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এছাড়া লিবিবায় গুলি করে দুই যুবককে হত্যা ও অপর যুবককে আহত করার ঘটনায় গত ১ জুন গোপালগঞ্জের মুকসুদপুর থানায় জুলহাস সরদারসহ ৩ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা। ওই মামলার আসামী দালাল রব মোড়লের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও সেন্টু সিকদার (৪৫) র‌্যাবের হাতে গ্রেফতার হয়।
রাজৈরের নিহত মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বলেন, “আমার ছেলে মানিককে লিবিয়া নেওয়ার কথা বলে দালাল জুলহাস আমার কাছ থেকে প্রথমে ৪ লাখ ১০হাজার টাকা নিয়েছে। পরে ছেলেকে লিবিয়ার বেনগাজীর মিজদাদ নিয়ে আটকে রেখে নির্যাতন করে। ওই নির্যাতনের ভয়েজ রেকর্ড পাঠিয়ে ওইখানকার দালাল ১০ লাখ টাকা দাবী করে। আমি আমার ছেলেকে আনতে জুলহাসের বাড়ি গিয়ে ওই টাকা দিয়ে আসি। পরে শুনি আমার ছেলেসহ বেশকিছু বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।”
রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, “মানব পাচার ও হত্যার ঘটনায় দায়েরকৃত ৫ মামলার অন্যতম প্রধান আসামী জুলহাস সরদার প্রথম থেকে করোনার নমুনা দিয়ে পুলিশ হেফাজতে সদর হাসপাতালের আইসোলেশনে ছিলো। পরে তার করোনার নমুনা পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। আমরা জুলহাস সরদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।