মাদারীপুরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি :
নতুন প্রজন্মকে জ্ঞানের জগতে প্রবেশ করানোর জন্য বই পড়ার বিকল্প নেই। বইমেলার এসে বই সংগ্রহের পাশাপাশি সবাইকে বই পড়ার বার্তাটা দিতে হবে। কারণ বই পড়াটা ভাল কাজ, এই কাজের মাধ্যমে আমরা পাঠকের মিলবন্ধন করতে চাই। এই কাজটা সুন্দরভাবে করতে পারলেই মানুষের চিন্তাধারার পরিবর্তন হবে। সব সময়ই মনে রাখতে হবে মানসিক বিকাশে জন্য বই পড়ার বিকল্প আর কিছুই নেই।
মাদারীপুরে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা এসব কথা বলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মাদারীপুর পৌরসভার নিচতলার সভাকক্ষে ফিতাকেটে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম।
মাদারীপুর বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত প্রথমা প্রকাশনের এ মেলা শেষ হবে ২৪ জুলাই। মেলার সময় প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বইয়ে দেওয়া হচ্ছে ২৫ শতাংশ ছাড়। দ্বিতীয় বারের মতো মাদারীপুরে বইমেলার আয়োজন করায় প্রথমা প্রকাশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা।
উদ্বোধীন অনুষ্ঠানে অতিথি মাদারীপুরের সাহিত্যিক ও লেখক মাসুদ সুমন বলেন, ‘বইমেলা মানেই আনন্দ। তবে আমরা বই বিমুখ হয়ে যাচ্ছি, এ কারণে দেশে যে ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে তার প্রতিক্রিয়া আমরা সবাই কম বেশি জানি। বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ নাই। এই সমস্যা দূর করে আমাদের সবাইকে ভাল লেখকদের বই বেশি বেশি পড়তে হবে। আর এই বই পড়ার কাজটা বইমেলা থেকে আরম্ভ হয়। তাই যারা এই বইমেলার আয়োজন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের মাদারীপুরে বইমেলা হচ্ছে, যা ব্যাপক হারে প্রচারটা আমরা করতে চাই। তাই আমরা যারা অতিথি আছি তারা সবাই সবার অবস্থান থেকে প্রচারটা করবো। এর ফলে নতুন পাঠক সৃষ্টি হবে।’
সচেতন নাগরিক কমিটির সদস্য খান মোহাম্মদ শহীদ বলেন, ‘মাদারীপুর বইমেলা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। বইমেলা হলে নতুন বইয়ের সঙ্গে অনেক নতুন মুখের আনাগোনা দেখা যায়, এই নতুন মুখগুলোই বইয়ের নতুন পাঠক, আমরা এই পাঠক ধরে রাখতে চাই।’
বই জ্ঞানার্জনের অন্যতম পথ উল্লেখ করে সরকারি মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ হিতেন চন্দ্র মন্ডল বলেন, ‘আগামী প্রজন্মকে বইমুখী করতে বইয়ের মূল্য আরও কমাতে হবে। এজন্য সরকার ও প্রকাশনিসহ সকলকে এগিয়ে আসতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম বলেন, ‘মানুষের মানুষিকতা বিকাশিত হবে জ্ঞানের মাধ্যমে। আর এই জ্ঞান চর্চার জন্য ভালো প্রকাশনির ভালো লেখকের বই পড়তে হবে। অজ্ঞানকে প্রতিরোধ ও প্রতিকার করার একমাত্র হাতিয়ার বই। তাই বইমেলার আয়োজন করায় আয়োজক প্রথমা প্রকাশনিকে ধন্যবাদ জানাই।’
প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকারের সভাপতিত্ব ও কার্যকারী সদস্য ইমরান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদারীপুরের সিভিল সার্জন মো. মুনীর আহমদ খান, মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর সাইদুর বাশার, কাওসার আহমেদ, সৈয়েদা সালমা, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, গ্রীন লাইব্রেরীর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম মিয়া, বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান প্রমুখ।
বইমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করে প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘প্রথমা দেশব্যাপী বইমেলা করে থাকে। প্রতি মাসে সবোর্চ পাঁচটা বইমেলাও আয়োজন হয়। আমাদের এই মেলার একটাই উদ্দেশ্য নতুন পাঠক তৈরি করা। মেলাগুলোয় আমরা বইয়ের দাম থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পরিমান ছাড় দিয়ে থাকি। যা মেলার আলাদা আকর্ষণ।’