করোনায় মাদারীপুরে নতুন শনাক্ত ২৯

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৮ জুন) নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১, রাজৈর ৯, কালকিনি ৬ এবং শিবচর ৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ শ ৯৭ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১ শ ১৮টি রিপোর্ট প্রাপ্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ৩শ ৭৭টি এবং রিপোর্ট প্রাপ্ত হয়েছে ৩ হাজার ৮ শ ৯৯টি। নতুন আক্রান্ত ২৯ জনসহ জেলায় এ পর্যন্ত ৪ শ ৯৭ জন আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার ১ শ ৬৫ জন, রাজৈর উপজেলায় ১ শ ৫৬ জন, কালকিনি উপজেলায় ১ শ ১ জন ও শিবচর উপজেলায় ৭৫ জন রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ শ ৩৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।