জনসভা মঞ্চ সেজেছে জাতীয় পতাকার প্রতিকৃতিতে ঘেরা পাল তোলা নৌকার উপরে পদ্মা সেতুর আদলে

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী :
বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনের মাহেন্দ্রখনে পদ্মার পাড়ে যেন উচ্ছ্বাস বইছে। জনসভা মঞ্চ সেজেছে জাতীয় পতাকার প্রতিকৃতিতে ঘেরা পাল তোলা নৌকার উপরে পদ্মা সেতুর আদলে । বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের ৪ টি টার্মিনাল ও সংলগ্ন এপ্রোচ সড়কগুলো নিয়ে নির্মিত বিশাল জনসভার মাঠ ঘিরে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল দেখতে শুক্রবার দুপুর থেকে যেন মানুষের ঢল নামে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় হস্তক্ষেপ করে। শুক্রবার জনসভাস্থল পরিদর্শন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। জনসভা জনসমুদ্রে রুপ নেবে বলে আশা প্রকাশ করেন এই জনসভার মূল সমন্বয়কারী চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সরেজমিনে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধন ও ঐতিহাসিক জনসভাকে কেন্দ্র করে পদ্মা পাড়ে যেন উৎসব বইছে। মঞ্চর সামনে নদীর আদলে পানির ভেতর বসানো হয়েছে বিশাল নৌকা ভেতরে জাতীয় পতাকার প্লাকার্ড। এরমধ্যে বড় করে লেখা আমরাও পারি। মঞ্চটি বসেছে পদ্মা সেতুর আদলে গড়া স্প্যানের উপর। মঞ্চের পেছনে জাতির পিতার ছবি ও প্রধানমন্ত্রী ছবি। শুক্রবার সকাল থেকে কেই নৌকা সাজিয়ে এসেছেন পটুয়াখালী থেকে কেউ এসেছেন রাজবাড়ি থেকে স্বদলবলে। পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে কাওড়াকান্দি পুরনো ফেরিঘাট এলাকার চারপাশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে ৭ শতাধিক মাইক বাসনো হয়েছে। সাথে রয়েছে আধুনিক শব্দযন্ত্র। প্রধানমন্ত্রীর বক্তব্য পরিস্কারভাবে শুনতেই এই আয়োজন। বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে মাদারীপুরের শিবচরে সাজ সাজ রব। ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে চারপাশ। পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ে সেজেছে বর্নিল সাজে। লঞ্চের যাত্রী নামানোর জন্য নতুন করে বসানো হয়েছে ১৫ টি পল্টুন। ৫ শ অস্থায়ী সৌচাগার নির্মান করা হয়েছে। পানি খাওয়ার জন্য বসেছে ৫শটি কল। ৩ লাখ বোতলজাত পানির বোতল ও ৩ লাখ খাবার স্যালাইন দেয়া হবে আগতদের জন্য। স্থাপন করা হয়েছে ৩টি মেডিকেল ক্যাম্প। মোতায়ন করা হয়েছে জনসভাস্থল, নৌপথ ও স্থলপথে চার সহ¯্রাধিক পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনী। রাতে জনসভাস্থলের আশে পাশেজুড়ে সাজানো হয়েছে বর্নিল আলোকসজ্জা।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ বলেন, আমরা এখানে এসেছি নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। আমরা আজকে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি এখানে আসা যাওয়া পথ কেমন হবে। আমাদের নির্দেশনাগুলো লক্ষ্য করলে জনসভায় আসা মানুষের কোন সমস্যা হবে না। সারাদেশ থেকে যারা এই ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হতে এখানে আসবেন তাদেরকে অনুরোধ করবো আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো অনুসরন করার জন্য। কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলো মানলে ম্যানেজমেন্টর জন্য সুবিধা হবে। আমাদের সাথে গোয়েন্দা সংস্থার সমন্বয় হচ্ছে।
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম বলেন, এই জনসভায় লাখো লাখো মানুষ অংশ গ্রহন করবে এটা বলতে পারি কিন্তু কত লাখ মানুষ অংশ গ্রহন করবে তা অনুমান করা সম্ভব না। যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে শারীরিকভাবে যে সুস্থ্য থাকবে সেই জনসভায় অংশগ্রহন করবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লাখো মানুষ সামাল দিতে পর্যাপ্ত ঘাট তৈরি সম্পন্ন হয়েছে।
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশের মানুষের দৃষ্টি এখন পদ্মাপাড়ের শিবচরের এই জনসভার দিকে। মানুষের যে আগ্রহ তাতে ১৫ লাখ না ২০ লাখ না কত মানুষ যে উপস্থিত হবে তা আমরা হিসেব করতে পারছি না। পদ্মা পাড়ের এই জনসভার মঞ্চ থেকে শুরু করে সকল কিছু প্রস্তুত রয়েছে। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর ভাষনের।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন , জনগনের যে স্বতস্ফূর্ততা দেখা যাচ্ছে তাতে এই জনসভা জনসমুদ্রে রুপ নেবে । আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। মানুষ এই জনসভা স্বার্থক করে তার প্রতি সম্মান প্রদর্শন করবেন ,তার ঋনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভাল আছে। যে কোন চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা বাহিনী যথাযথ দায়ীত্ব পালনের জন্য তৈরি হয়ে আছে। পরো এলাকাই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আমরা নৌ পুলিশ, র‌্যাবসহ সকল আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করছে। যদি প্রয়োজন হয় তাহলে বিজিবিও আসবে। এছাড়া আমাদের দলীয় বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে। তারাও নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করবে। কাজেই আমরা মনে করি না এখানে কোন বিশৃংখলা হবে।