সৌদি আরবে আগুনে পুড়ে নিহত মাদারীপুরের জোবায়েরের বাড়িতে চলছে শোকের মাতম

কালকিনি প্রতিনিধি :
সৌদি আরবের আল আহসা শহরে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহত মাদারীপুরের কালকিনির জোবায়ের ঢালী (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা, মা, স্ত্রীসহ স্বজনরা। নিহত জোবায়েরের লাশ দ্রুত দেশে আনার দাবী পরিবারের।
পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের স্বস্থাল গ্রামের ইউনুস ঢালীর ৫ সন্তানের মধ্যে জোবায়ের সবার বড়। জোবায়েরের রয়েছে স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। অভাব অনটনের সংসারে স্বচ্ছলতার জন্য প্রায় ২ বছর আগে ৩ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে যান জোবায়ের ঢালী। সেখানে গিয়ে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে কারখানাটিতে আগুন লেগে জোবায়ের সহ ১০ জনের মৃত্যু হয়। পরে এক নিকট আত্মীয়র মাধ্যমে জোবায়েরের মৃত্যুর খবর পায় স্বজনরা। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপার্জনক্ষম পরিবারের সদস্যকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছে স্ত্রী শারমিন বেগম। সরকারের কাছে প্রিয় মানুষটির লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবী করেছেন নিহতের স্বজনরা।
নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, সরকারের কাছে আমার দাবি স্বামীর লাশটি যেনো দ্রুত পাঠায়। আমার সন্তানদের যেন শেষবারের মতো তাদের বাবাকে দেখাতে পারি। আর আমাদের যেন সরকার একটু আর্থিভাবে সাহায্য করে।
নিহত জোবায়ের ঢালীর বাবা ইউনুস ঢালী বলেন, সরকারের কাছে আমার একটাই দাবী আমার সন্তানের লাশ যেন দ্রুত আনা হয়। আর এই অবুঝ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী যেন আমাদের পাশে দাঁড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, নিহতের নিহতের পরিবার আবেদন করলে সকল ধরনের সহযোগিতা করা হবে।