মাদারীপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি গোলাপ

কালকিনি প্রতিনিধি :
‘উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে পাঁচ কোটি ৩৫ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। আজ শুক্রবার সকালে ২০২০-২১ অর্থ বছরের “মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ী জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার এনায়েতনগন ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পাঁচ কোটি ৩৫ লক্ষ টাকার রাস্তা ও ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, পৌরসভার মেয়র এস এম হানিফ, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, রমজানপুর ইউপি চেয়ারম্যান বিএম ইব্রহিম মিল্টন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মারুফ, পুর্বএনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল আকন ও উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল ফরাজী প্রমুখ।