মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর কালকিনিতে আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার আলাদা স্থানে দুটি ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ (১৮মাস) কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই গ্রামের শাহাদাত খানের ছেলে এবং আবির হাসান (২) কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিন রাজদী গ্রামের কৃষক আহসান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মেলাকাই গ্রামের মোহাম্মাদ নামে শিশু খেলার ছলে বাড়ীর সামনে একটি পুকুরে পড়ে যায়। অনেক সময় পরও অভিাবকরা শিশুটিকে না পেয়ে বাড়ীর সামনে পুকরে তার দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। অপদিকে একই দিন দুপুরে কালকিনি পৌরসভার দক্ষিন রাজদী গ্রামের আবিব হাসান বাড়ীর সামনে খেলছিল। হঠাৎ করে শিমুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে দেখতে পায় বাড়ীর পাশে পুকরে পড়ে আছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু দুটিকে হারিয়ে দুই পরিবারের মাঝে শোকের মাতম বইছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবিজ জানান, কালকিনি উপজেলার আলাদা দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্ত শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি দুুপুরে দুটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি।