মাদারীপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কালকিনি প্রতিনিধি :
দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নির্বাচিত গভর্নিং বোর্ডের সদস্যদের সাথে প্রতারনা, শিক্ষকদের সাথে খারাপ আচরনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শাহজাহানের পদত্যাগের দাবিতে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার সকালে শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে কলেজ চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. বাবুল আকন, আলী আকবর হিলালু, মো. মাসুদ করিম, জাহাঙ্গীর সরদার, জাফর খান, বজলুর রহমান শিকদার, শাম্মী আক্তার, সাদিয়া, ফাতেমা ও আকলিমা প্রমুখ।
প্রতিষ্ঠানের দাতা সদস্য বাবুল আকনসহ বেশ কয়েকজন নির্বাচিত অভিভাবক সদস্য অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শাহজাহান অত্র পতিষ্ঠানে যোগদানের পর থেকে সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তাই আমরা সবাই তার পদত্যাগ দাবি করছি। আর অধ্যক্ষ পদত্যাগ না করলে আগামীতে আমরা কঠোর আন্দোলন কর্মসুচি পালন করবো।