পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে বৃদ্ধের পায়ের রগ কর্তনের অভিযোগ

কালকিনি প্রতিনিধি:
পূূর্ব শক্রতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত আবুল কাশেম তালুকদার উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার মোহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার ভোরে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ কয়েকজন মিলে পুর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কর্তন করে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। আহতের ছেলে পুর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ তাইজুল ইসলাম বলেন, আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ তাদের লোকজন। আমি হামলাকারীদের বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলকে বাড়িতে পাওয়া যায়নি।
কালকিনি থানার উপপরিদর্শক ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।