দূর্নীতি প্রতিরোধ দিবস:হাজার কোটি টাকা সাশ্রয় করায় চীফ হুইপ লিটন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা

মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ আবু জাফর, অপূর্ব দাস, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তীঃ
শিবচরে উপজেলা প্রশাসন ও দূর্নিতী প্রতিরোধ কমিটির(দুপ্রক) উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে । সভায় বক্তারা তাত পল্লী,হাইটেক পার্ক,রেলওয়ে প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অবৈধভাবে গড়ে তোলা শত শত স্থাপনা বাগান উচ্ছেদের মাধ্যমে সরকারের হাজার কোটি টাকা সাশ্রয়ে বিশেষ ভূমিকা রাখায় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে মানববন্ধন , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী প্রমুখ। সঞ্চালনা করেন দুপ্রক ও প্রেস ক্লাব সাধারন সম্পাদক প্রদ্যুৎ সরকার ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দূর্নিতী প্রতিরোধে করনীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অসাধু চক্র তাত পল্লী,হাইটেক পার্ক,রেলওয়ে প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অবৈধভাবে শত শত ঘর বাড়ি স্থাপনা তুলে হাজার কোটি টাকা লোপাটের তৎপরতা চালাচ্ছিল। চীফ হুইপ স্যারের কঠোর নির্দেশনায় প্রশাসন সেই সকল স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারের হাজার কোটি টাকা সাশ্রয় করেছে । এটি একটি বিরল দৃষ্টান্ত।