খুনি জিয়া ও মোস্তাকের হাতে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে শাহাদাত বরণ করতে হয়েছে-এমপি গোলাপ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান মিয়া গোলাপ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের আজ ৭০ তম জন্মবার্ষিকী, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্য কে নির্মমভাবে শাহাদাৎ বরণ করতে হয়েছে এই খুনি জিয়া ও মোস্তাকের হাতে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশিকর এলাকায় বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজ শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ সংগঠনের নেতৃবৃন্দ। আর শশিকর এলাকায় কেক কেটে লেফটেন্যান্ট শেখ জামালের জন্মবার্ষিকী পালন করেছে এর জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বাশার, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি পৌরসভা মেয়র এসএম হানিফ, কালকিনি ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।