কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে দিনে পরীক্ষামূলক ৫টি ফেরি চললেও সন্ধায় বন্ধ

শিবচর বার্তা ডেক্স :
অচলাবস্থার দীর্ঘদিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে ৫টি ফেরি চলাচল করলেও সন্ধার পর ফেরি বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটে দীর্ঘ প্রায় টানা ২২ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে ৫ টি কেটাইপ ফেরি চলাচল শুরু করে। কেটাইপ ফেরি কুমিল্লা, ফরিদপুর, কাকলি, কিশোরী ও কর্নফুলী ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে পদ্মা সেতুর পিলার সংলগ্ন চ্যানেল দিয়ে চলাচল করে। তবে সন্ধার পর আগের নির্দেশনা মোতাবেক ফেরি বন্ধ রাখা হয়েছে। এরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকলেও নাব্য সংকটে ডুবোচরে প্রায়ই লঞ্চ আটকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাব্যতা সংকট নিরসনে নদীতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ। উভয় ঘাটে বেশ কিছু পন্যবাহী ট্রাক আটকে শ্রমিকরা ভোগান্তি পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট সহকারী ম্যানেজার মোস্তফা কামাল বলেন, নদীতে নাব্যতা সংকটের কারনে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। আজ পরীক্ষামূলকভাবে দিনের বেলা কয়েকটি ছোট ফেরি চলাচল করেছে। তবে ফেরিগুলো ধারন ক্ষমতার অনেক কম যানবাহন পারাপার করেছে। নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে।