অচলাবস্থার ৫দিন পার,শিমুলিয়া-কাঠালবাড়ি রুটের ৪টি ফেরি পাঠানো হলো অন্য রুটে

শিবচর বার্তা ডেক্সঃ
৫ দিন পার হয়েছে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট ফেরি সার্ভিস বন্ধের । এখনো চালু হয়নি ফেরি সার্ভিস। ফেরি সার্ভিস চালু হতে আরো ২/৩ দিন সময় লাগবে বলে জানা গেছে। এদিন  পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে ডুবোচর অপসারনে সেতু কত্তৃপক্ষ একটি ড্রেজার ড্রেজিং শুরু করেছে। মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলেও জোড়ালোভাবে ড্রেজিং চলছে বলে বিআইডব্লিউটিএ দাবী করেছে। চলমান নাব্যতা সংকট পরিস্থিতিকে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যুদ্ধ পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন।  এরুটের ৪টি ফেরি পাঠানো হয়েছে পাটুরিয়া ও চাদপুর রুটে।  এদিকে এখনো ঘাটে আটকে পড়া শত শত ট্রাক শ্রমিক মানবেতর জীবনযাপন করছে।
বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএসহ একাধিক সুত্রে জানা যায়, রবিবার দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে চায়না ড্রেজার দিয়ে ড্রেজিং শুরু করেছে সেতু কত্তৃপক্ষ। এ অংশে ১৬ থেকে ১৭ শ ফুট অংশে ডুবোচর ড্রেজিং করা হবে। এছাড়াও মোট ১৩ টি ড্রেজার এরুটে স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। লৌহজং টার্নিং মূল চ্যানেলে অধিকাংশ ড্রেজার ও বাকিগুলো মূল চ্যানেলের কাঠালবাড়ি অংশে স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী(অতিরিক্ত)মোঃ সাইদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা কয়েকদিন ধরে নদীর টাগ বোটেই রাত্রিযাপন করে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছেন। পদ্মা সেতুর চায়না চ্যানেল ও লৌহজং চ্যানেলের পানি একীভূত হয়ে সেতুর পর কাঠালবাড়ি অংশে প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়েছে। যা ড্রেজিং কার্যক্রমকে বাধাগ্রস্থ করছে । বৃহস্পতিবার  সকাল থেকে এই রুটে নাব্য সংকটের কারনে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ওইদিন পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে  ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এরআগে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারনের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ঘনমিটার পলি অপসারন সম্পন্ন হয়েছে।
বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর ২৫ নং পিলার এলাকায় চায়না ড্রেজার রবিবার দুপুর থেকে কাজ শুরু করেছে। মুল চ্যানেলেও ১৩ টি ড্রেজার কাজ করছে। ২-৩ দিনের মধ্যে ফেরি চলাচল শুরু করা যাবে।