হত্যা চেষ্টা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সহিংসতা, বাড়িঘরে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আলীনগর ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার।
শুক্রবার সকাল ১১ টায় আলিনগরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নৌকা প্রতীক প্রার্থী শাহীদ পারভেজের বিরুদ্ধে মিলন সরদার এসব কথা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী শাহীদ পারভেজের লোকজন গত ২৮ তারিখে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে আমার ১০ টি মোটরসাইকেল, ১ টি প্রাইভেট কার সহ কোটি টাকার ক্ষতিসাধন করেছে। এছাড়াও এই বিষয়ে আমি অবরুদ্ধ থাকা অবস্থায় আমার ভাইকে দিয়ে মামলা করতে গেলে, থানার সামনে নৌকার লোকজন আমার ভাইকে বাধাগ্রস্থ করে। পরবর্তীতে আমি আদালতে মামলা দায়ের করি। তবে এখন পযন্ত কোন ব্যবস্থা গ্রহন করে নাই পুলিশ। আমার মনে হয় থানা নৌকা প্রার্থীর কাচারী ঘর।
সংবাদসম্মেলনে তিনি আরো বলেন, নৌকা প্রার্থীর কয়েকজন সন্ত্রাসী ইলিয়াছ হাওলাদার, মানিক সরদার, জসিম বেপারী, নুর মাতুব্বর , মাহবুবর সরদার, পরাক মোল্লা, শহিদ মোল্লা, কালু হাওলাদারসহ আরও কয়েকজনকে রয়েছে যদি তাদের আইনের আওতায় নেয়া যায় তাহলে এই নির্বাচন সুষ্ঠ হবে। এছাড়া নির্বাচনী মাঠ ৮৫ভাগ আমার দখলে এটা আমার কথা না এটা জনগনের কথা। সুষ্ঠ নির্বাচন হলে আমি নির্বাচিত হবো ইনশাহআল্লাহ।

তিনি আরও বলেন, নৌকা প্রার্থী কিছুদিন আগে ভেজাল ঔষধ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়। তার বিরুদ্ধে এই বিষয়ে একটি মামলা চলমান আছে এবং মামলা চলমান অবস্থায় তিনি কীভাবে নির্বাচন করেন আমার জানামতে বাংলাদেশের সংবিধানে এমনটা নেই। এছাড়াও তিনি আমার বাড়িতে হামলার ঘটনাকে মিথ্যা প্রমানিত করতে তার লোকজন নিজেরাই এলাকার একটি মুক্তিযোদ্ধার ঘর ভাংচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি।