রাজৈরে ইউএনও, চিকিৎসক দম্পতি ও পুলিশসহ আক্রান্ত ৩০

বিনয় জোয়ারদার:
মাদারীপুরের রাজৈরে ইউএনও, চিকিৎসক দম্পতি ও পুলিশসহ নতুন আরো ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ্য হয়েছে ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, গত ১৯ ও ২০ মে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ রবিবার তাদের রিপোর্ট আসে। এর মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হল রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনসহ উপজেলা এলাকার ৭ জন , স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন বিশ্বাস ও তার স্ত্রী, রাজৈর থানার ৩ জন পুলিশ, তাতীকান্দা গ্রামের ৫ জন, বদরপাশা ২ জন, রাজৈর সাহাপাড়া ১ জন, পশ্চিম রাজৈর ১ জন, শাখারপাড় ১ জন, ঘোষালকান্দি ২ জন, সাতপাড় ১ জন, পাইকপাড়া ২ জন, আমগ্রাম ১ জন, সাধুর ব্রীজ ১ জন, এবং লুন্দি গ্রামের ১ জন। অপরদিকে আজ রবিবার হোম আইসোলেশনে থাকা ১৪ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন।