মৃত্যুর পর মিশর থেকে শিবচরের বিল্লালের বকেয়া টাকা ফেরত আনলো পুলিশ

মাদারীপুর প্রতিনিধি :
মিশরে একটি গার্মেন্টসে কাজ করা অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু হয় মাদারীপুরের শিবচর উপজেলার মো. বিল্লাল আকনের। মিশরের ওই কোম্পানীতে কর্মরত অবস্থায় প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া ছিল বিল্লালের। অবশেষে মাদারীপুর পুলিশ সুপারের উদ্যোগে বকেয়া টাকা ফেরত পেয়েছেন বিল্লালের অসহায় পরিবার। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিল্লালের পরিবারের কাছে অর্থ বুঝিয়ে দেয়া হয়। এসময় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিহতের পরিবার।
পুলিশ সুপার মো. মাসুদ আলম খান জানান, শিবচর উপজেলার চরবাচামারা গ্রামের মৃত মোতালেব আকনের ছেলে মো. বিল্লাল আকন প্রায় ১২ বছর মিশরের একটি গার্মেন্টসে কাজ করেছে। গত বছরের ১ মে কাজ করা অবস্থায় মারা যান তিনি। পরে তার লাশ দেশে এনে পারিবারিকভাবে দাফন করা হয়। তার মৃত্যুতে বিল্লালের পরিবার অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় মিশরে বাংলাদেশী পুলিশের মাধ্যমে ওই কোম্পানীতে যোগাযোগ করেন মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম । দীর্ঘ আলোচনা আর চিঠি চালাচালির পর ওই কোম্পানী বিল্লালের বকেয়া ৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা ফেরত দেন। সেই টাকা বিল্লালের বৈধ ওয়ারিশ হিসেবে তার মা, স্ত্রী ও এক শিশু কন্যাকে বুঝিয়ে দেয়া হয়েছে। এই টাকা পেয়ে কিছুটা হলেও পরিবার ভালো থাকতে পারবে। এসময় বিল্লালের মা মুক্তি বেগমকে ৭০ হাজার, স্ত্রী সেলিনা আক্তারকে ৫০ হাজার ও নাবালিকা মেয়ে আছিয়া আক্তারের নামে ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা ফিক্সড ডিপোজিট করে দেয়া হয়। মেয়ের টাকা ১৮ বছর পূর্ন না হওয়ার আগে ব্যাংক থেকে তোলা যাবে না।
টাকা পেয়ে বিল্লালের মা মুক্তা বেগম বলেন, ‘আমার পোলাকে তো আর ফেরত পাবো না। আমরা ভাবছিলাম আর টাকা পয়সা পাবো না। কিন্তু পুলিশের সহযোগিতায় টাকা পাইলাম। তাদের জন্যে অনেক দোয়া করি তাদেরকে যেন আল্লাহ সুখে-শান্তিতে রাখে। এই টাকা রমজান মাসে অনেক উপকারে আসবে।
বিল্লালের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘পুলিশ সুপার স্যার যেভাবে আমাদের সহযোগিতা করেছে তার ঋণ কোন দিনই শোধ করতে পারবো না। যে টাকাই পাইছি সবই তার জন্যে। আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত তার জন্যে দোয়া রইল। এখন আমার নাবালক মেয়ের একটা ব্যবস্থা হইলো। যে টাকা পেয়েছি, তা দিয়ে মেয়েকে মানুষ করতে পারবো। এ ব্যাপারে শিবচর থানা পুলিশও আমাদের অনেক উপকার করেছে।’