পদ্মা সেতু আমাদের কাজ করার চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে-শিবচরে চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মোহাম্মদ আলী মৃধা, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, সুজন পাল ও মিশন চক্রবর্ত্তী :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, পদ্মা সেতু আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। পদ্মা সেতুর কারনে দক্ষিন বঙ্গের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে। এ অঞ্চলের কৃষকের ফলানো ফসল নিয়ে আর দু:চিন্তা করতে হবে না। সহজেই ঢাকার বাজারে বিক্রি করতে পারবে। পদ্মার পাড়ে বিভিন্ন মিল, কারখানা নির্মানসহ বানিজ্যিভাবে ব্যপক উন্নতি হবে। ফলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ভৌগলিকভাবেই ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভাল। আমাদের পাশেই পানগাও বন্দর, একদিকে পায়রা বন্দর, একদিকে মংলা বন্দর, আরেকদিকে বেনাপোল স্থল বন্দর। মাঝখানে থাকবে পদ্মা পাড়ের উপজেলাগুলো। তাই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনীতিতেই পরিবর্তন আসবে। তাই এই সেতু আমাদের স্বপ্নের সেতু, এই সেতু আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এস.কে.পি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন শেষে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন সকালে চীফ হুইপ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দদের নিয়ে বাংলা বাজার ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে গরীব অসহায় জেলেদের মাঝে গবাদি পশু, ভ্যান বিতরন করেন। এরপর পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, মোহাম্মদ শহীদ হোসেন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং হোগলার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ আরো বলেন, ১৯৭৪ সালে আমার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী যখন এমপি ছিলেন তখন তারা এই মহাসড়কের স্বপ্ন দেখেছিলেন। এই সেতুর স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার কারনে তখন আমরা সেতু করতে পারিনি। বার বার ষরযন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। যার ফলে আমরা সেতু নির্মান করতে পারিনি। পদ্মা সেতুর ভিত্তি স্থাপনের পরেও বিএনপি সরকার সেতু করেনি। আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশী বিদেশী সকল ষরযন্ত্র মোকাবেলা করে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে সক্ষম হয়েছি। এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে একটি টার্নিং পয়েন্ট। পদ্মা সেতু নির্মানের আগে আমরা চিন্তা করতে পারিনি যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এত বড় মেগা প্রকল্প করতে পারি। তাই আজ আমরা টানেল, বিমানবন্দর, মহাসড়কসহ বড় বড় প্রকল্প কাজ চলছে। টার্নিং পয়েন্ট হলো পদ্মা সেতু। পদ্মা সেতু আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে, পদ্মা সেতু আমাদের কাজ করার চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। পদ্মা সেতু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের একটি দিক নির্দেশনা। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাবাজার ঘাটে বিশাল জনসভা করবেন। সেই জনসভায় আমাদের সকলকে উপস্থিত থাকতে হবে।