শিবচর আইসোলেশন কেন্দ্রে আশেপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা পাবেন-চীফ হুইপ লিটন চৌধুরী

বিশেষ রিপোর্টঃ
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, শিবচর ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্রে শিবচরসহ আশে পাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা পাবেন। এ জন্য আইসোলেশন কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি ইতোমধ্যেই সংযোজন করা হয়েছে। চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মী পদায়ন শেষে রুগীরা ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছেন। করোনা রুগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে চীফ হুইপ মুঠোফোনে এসব কথা বলেন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, শিবচর আইসোলেশন কেন্দ্রটিতে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ব্যক্তিগত অর্থায়নে হাই ফ্লো নেজাল কেনোলো  থেরাপি সিস্টেম, অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ( অক্সিজেন জেনারেটর),পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থাম্রোমিটার, বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার,ফ্রীজ,এসিসহ নানাবিধ সুযোগ সুবিধা সংযোজন করেন।। নিয়োগ দেয়া হয়েছে ২ জন চিকিৎসক,২ জন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী। ১০ দিন পরপর স্বাস্থ্য কর্মীরা পরিবর্তন হয়ে ১৪ দিন হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। রয়েছে বিদ্যুত না থাকলে জেনারেটরের ব্যবস্থা।  বৃহস্পতিবার শিবচরের দক্ষিন বহেরাতলা হাজী আবুল কাশেম উকিল মা শিশু কল্যান কেন্দ্রকে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। শুক্রবার করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন শিবচরে একসভায় এসে চীফ হুইপের এ উদ্যোগ নিয়ে সাধুবাদ জানান। এটিকে শিক্ষনীয় বিষয় বলে তিনি আখ্যা দেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ন। তাই এখানে হাই ফ্লো নেজাল কেনোলো  থেরাপি সিস্টেম, অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ( অক্সিজেন জেনারেটর),পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থাম্রোমিটার, বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হয়েছে। আরো যন্ত্রপাতি সংযোজন প্রক্রীয়া চলছে। এখানে রুগী ও স্বাস্থ্য কর্মীদের আবাসন, খাবার, নিরাপত্তা সব ব্যবস্থা করা হয়েছে।