দূর্ঘটনার ভয়াবহ দৃশ্যপট!ছেলেসহ যাত্রীদের বারবার অনুরোধেও গতি কমায়নি বাস চালক,বাবা নিহত-মা ছেলে মুমুর্ষসহ আহত ১০

বিশেষ রিপোর্টঃ
বাবা গোলাম রহমান শিকদারের অসুস্থতার জন্য ভারতীয় ভিসা করাতে ও গ্রামের বাড়ি বেড়াতে বরিশালের বাখেরগঞ্জ যাচ্ছিল দ্বাদ্বশ শ্রেনীর ছাত্র রাসেল শিকদার ও মা শাহানাজ পারভীন। বাবার কর্মস্থল চট্রগ্রাম থেকে ইউনিক পরিবহনের বাসে মঙ্গলবার রাতে উঠার পর থেকেই চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল বাসটি। চালককে বারবার নিষেধ সত্বেও না শোনায় চাচাকে ফোনে অভিযোগও করে রাসেল। চাচার পরামর্শে বারবার চালককে না করে বাস মালিকের ভয় দেখিয়েও কোন লাভ হয়নি শেষমেষ ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে রাসেলের বাবা গোলাম রহমান নিহত হয়। রাসেল তার মাসহ অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়ে ভর্তি হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছে।

প্যাকেজঃ মঙ্গলবার রাতে চট্রগ্রাম থেকে যাত্রী বোঝাই করে বরিশালের বাখেরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ইউনিক পরিবহনের একটি বাস। বাসটি শুরু থেকেই দ্রুত গতিতে চলছিল। চট্রগ্রাম কমার্স কলেজের মেধাবী ছাত্র রাসেল রহমান ,তার বাবা চট্রগ্রাম একটি শিপইয়ার্ডের কর্মজীবী গোলাম রহমান শিকদার ও মা শাহানাজ শিকদারসহ যাত্রীরা বারবার বলা সত্বেও চালক তাতে কর্নপাত করেনি। রাসেল উপায়ন্তর না পেয়ে রাত ২টার দিক তার চাচাকে বিষয়টি জানালে সে বাস মালিকের ভয় দেখাতে বলে। বাস চালক তাতেও কোন কর্নপাত না কওে ঢাকা –ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে গতির ঝড় উঠায়। বাসটি বুধবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের বাবা গোলাম রহমান শিকদার নামের নিহত হয়। এ সময় রাসেল তার মাসহ বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়। বাস চালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করে ও গুরুতরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত গোলাম রহমান শিকদার বরিশালের বাখেরগঞ্জ উপজেলার মৃত আরশেদ আলীর ছেলে। গোলাম রহমান অসুস্থতাজনিত কারনে বরিশাল ভারতীয় ভিসা প্রসেসিং কেন্দ্রে ও গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিল।
মামলার বাদী ও নিহতের ভাই গোলাম কিবরিয়া বলেন, আমার ভাতিজা রাত ২টার সময়ও ফোন দিয়েছিল গাড়ি জোরে চালাচ্ছে । আমি তখন বলেছিলাম মালিকের ভয় দেখাতে। তবে কোনকিছু বলেই লাভ হয়নি। রাত ৪ টায় ভাতিজা ফোন দিয়ে বলে যে দূর্ঘটনা ঘটেছে আব্বা আর নেই।
শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, ধারনা করা হচ্ছে অতিরিক্ত গতির কারনেই এ দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।