রাজৈর প্রতিনিধি :
দিনে দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে সৌদি প্রবাসীর বাসায় দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র এ সময় ১০ ভরি স্বর্নালংকার, নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার স্বরমঙ্গল কালিবাড়ি এলাকায় উপজেলা যুবলীগ আহবায়ক রেদওয়ানুল হক রেজনের বাড়ির ২য় তলার একটি ফ্লাটে সৌদি প্রবাসী ইব্রাহিমের স্ত্রী ও দুই কন্যা বসবাস করতো। শুক্রবার সকালে তারা ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে পাশর্^বর্ত্তী আত্বীয় বাড়িতে যায়। বাসায় কেউ না থাকায় সুযোগে এ সময় ঘরের দরজার তালা ভেঙ্গে চোরচক্র ভিতরে প্রবেশ করে। চোরচক্র ঘরের আলমারি ভেঙ্গে ১০ ভরি স্বর্নালংকার, নগদ ৬০ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
সৌদি প্রবাসীর স্ত্রী খালেদা আক্তার বলেন, সকালে পাশর্^বর্ত্তী এলাকায় আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম দুপরে এসে দেখি দরজার তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখি আলমারি ভেঙ্গে ১০ ভরি স্বর্নালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।