মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৭) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধায় মাদারীপুর-শিবচর সড়কের সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বরিশালের উজিরপুর উপজেলার বড়কোঠা এলাকার আব্বাস মল্লিকের ছেলে। সে ঢাকা পূবালী ব্যাংকের ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফ শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরিশালে যাচ্ছিল। সন্ধার দিকে মাদারীপুর সদরের কালিতলা ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী আঙ্গুল কাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহতাবস্থায় ওই যুবককে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৭) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।