শিব শংকর রবিদাস ও কমল রায় ঃ
শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে যাত্রীদেও উপচেপড়া ভীড় পড়েছে। ফেরি, লঞ্চ, স্পীডবোট সর্বত্রই যাত্রী আর যাত্রী। সুযোগ বুঝে ভাড়া বাড়ানো হয়েছে নৌযানগুলোতে। ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে কয়েকগুন ভাড়াগুনে এসে নৌযানে বাড়তি ভাড়া গুনে কাঠালবাড়ি থেকেও বাড়তি ভাড়া গুনে গন্তব্যে পৌছাচ্ছেন যাত্রীরা। এদিনও কাঠালবাড়ি ঘাটে গরু বোঝাই ট্রাকের চাপ রয়েছে। তবে গরু বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ফেরি কর্তৃপক্ষ। ঘাট এলাকায় পুলিশ, র্যাব, ভ্রাম্যমান আদালতসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
জানা যায়, শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে দক্ষিনাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড় পড়েছে। শিমুলীয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ, ফেরি, স্পীডবোট ছিল যাত্রীতে কানায় কানায় পূর্ন। এদিন লঞ্চ ও স্পীডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। শিমুলীয়া থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে ৩৫ টাকা ভাড়ার টিকেট দিয়ে যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা ও স্পীডবোটে ১শ ৩০ টাকার ভাড়া ১ শ ৮০ টাকা আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। পদ্মা পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি ঘাটে এসেও যাত্রীরা আবারো পড়ছেন বাড়তি ভাড়ার দৌরাত্বে। কাঁঠালবাড়ি থেকে দক্ষিনাঞ্চলগামী প্রতিটি যানবাহনে দ্বিগুনেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। সকাল থেকেই কাঁঠালবাড়ি ঘাটে ঢাকাগামী কোরবানির গরু বোঝাই ট্রাকের সাড়ি রয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গরু বোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে। এদিকে নৌরুটের লৌহজং টার্নিং এ চ্যানেল সরু হওয়ায় বিকল্প পথ ঘুরে ফেরি চলাচল করায় পারাপার বিলম্ব হচ্ছে। ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, শুক্রবার সকাল থেকেই এ রুটে দক্ষিনাঞ্চলমুখী যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীচাপ সামাল দিতে আমরা ফেরিগুলো যত দ্রুত সম্ভব শিমুলীয়া ঘাটে পাঠিয়ে দিচ্ছি। আর কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী গরুবাহী ট্রাক আসলে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে যাত্রীদেও উপচেপড়া ভীড় পড়েছে। ফেরি, লঞ্চ, স্পীডবোট সর্বত্রই যাত্রী আর যাত্রী। সুযোগ বুঝে ভাড়া বাড়ানো হয়েছে নৌযানগুলোতে।