মাদারীপুর প্রতিনিধি ঃ
জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর শহরের গুরত্বপূর্ন ইটেরপুল-কালকিনি খাল পরিস্কার ও খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসক মো ঃ ওয়াহিদুল ইসলাম ইটেরপুল এলাকায় শহরের গুরত্বপূর্ন ইটেরপুল-কালকিনি এই খালটি পরিস্কার ও খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফ উদ্দিন গিয়াস, নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান এ্যড. ওবায়দুর রহমান খান প্রমূখ উপস্থিত ছিলেন।
গুরত্বপূর্ন এ খালটি ইতিপূর্বে খনন করা হলেও কচুরীপানা জন্মে ও বিভিন্ন লোকজন ময়লা আবর্জনা ফেলে খালের পানি প্রবাহ প্রায় বন্ধ করে ফেলেছিল।
মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, শুধু খালটি পরিস্কার নয় খালের পাড়ে যে সমস্ত ্অবৈধ স্থাপনা রয়েছে তাও উচ্ছেদ কার্যক্রম একই সাথে শুরু করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর শহরের গুরত্বপূর্ন ইটেরপুল-কালকিনি খাল পরিস্কার ও খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।