শিব শংকর রবিদাস ও মোঃ আবু জাফর ঃ
শিবচরের বিল পদ্মা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। মাঝ নদীতে ট্রলার নিয়ে ও নদীর দুই পাড়ে দাড়িয়ে হাজার হাজার দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে ১০ টি নৌকা অংশ নেয়।
আয়োজকরা জানান, প্রাচীনকাল থেকে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করে আসছেন মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নবাসী। তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিল পদ্মা নদীতে নৌকা বাইচের আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ। নৗকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে ১০ টি নৌকা অংশ নেয়। এই নৌকা বাইচ দেখতে জড়ো হয় দূর দুরন্তের শিশু-কিশোরসহ সব বয়সের হাজার হাজার মানুষ। কেউবা নৌকায় চড়ে মাঝ নদীতে ,কেউবা খালের পাড়ে দাড়িয়ে কিংবা ব্রিজের উপরে দাড়িয়ে থেকে উপভোগ করেন অভিনব নৌকা বাইচ। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে দর্শকরা মুগ্ধ হন।
প্রতিযোগিতায় বাঁশকান্দি ইউপি চেয়ারম্যান আবুল বাশার মুন্সীর নৌকা প্রথম, নুর আলম খানের নৌকা দ্বিতীয় ও ছোহরাব তায়ানী ও ইউসুব খানের নৌকা যৌথভাবে তৃতীয় স্থান অর্জণ করে নেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মুন্সি , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন। সন্ধায় অতিথিরা বিজয়ীদের মাঝে ২১ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করা করেন অতিথিরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া বলেন, বিভিন্ন স্থানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। তাই জনগনকে আনন্দ দেবার জন্য স্থানীয়রা এ নৌকা বাইচের আয়োজন করে। আশা করি আয়োজকরা প্রতি বছরই এত সুন্দর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করবে।
শিবচরের বিল পদ্মা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।